Updated: 16 Jun 2024, 10:52 PM IST
Sayani Rana
এবছর ভারতে ইদ-অল-আদাহ বা বকরি ইদ পালিত হবে ১৭ জুন, সোমবার। ইদের আগে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। বাজারগুলিতে আজ থেকেই সেই উপলক্ষ্যে পশুদের নিয়ে এসেছেন বিক্রেতারা। রাজস্থান থেকে ভূপাল, মুম্বই দেশের সব বাজারেই চিত্রটা একই। জয়পুরের ছাগলের বাজারেও চলছে প্রস্তুতি। ভূপালের বাজারেও চলছে তোড়জোড়। না না দামের ছাগল পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও ৫০,০০০ থেকে ৭.৫ লক্ষ টাকার মধ্যে বিকোচ্ছে ছাগল। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।