বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভয়াবহ দুর্ঘটনায় কাটা গেল দুটি আঙুল,যন্ত্রণায় কাতর হোমগার্ড! বালিতে মর্মান্তিক কাণ্ড
Updated: 30 Apr 2022, 08:02 PM IST
লেখক Sritama Mitra
শনিবার এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল হাওড়ার বালি। ... more
শনিবার এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল হাওড়ার বালি। এক মোটরভ্যানের ধাক্কায় এক হোমগার্ডের দুটি আঙুল কাটা পড়ে যায়। প্রবল যন্ত্রণায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তিনি। প্রত্যক্ষদর্শীরা ঘটনার বীভৎসতা ভুলতে পারছেন না। পথ চলতি মানুষ শিউরে ওঠেন দৃশ্য দেখে। গুরুতর অবস্থায় ওই ট্রাফিক পুলিশকে কলকাতায় আনা হয় চিকিৎসার জন্য। দ্রুত অস্ত্রোপচার করে ওই আঙুল ফের জুড়ে দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। বালি ট্রাফিকগার্ডের ওই কর্মীর দ্রুত আরোগ্যের কামনা করছেন শুভানুধ্যায়ীরা।