বছরের প্রথম দিনেই বেড়েছে ট্রেন ভাড়া।সাধারণ নন-এস... more
বছরের প্রথম দিনেই বেড়েছে ট্রেন ভাড়া।সাধারণ নন-এসি ট্রেনে কিমি পিছু এক পয়সা করে, মেল ও এক্সপ্রেস ট্রেনে দুই পয়সা করে প্রতি কিলোমিটারে ও এসি ট্রেনে চার পয়সা করে দাম বাড়ানো হয়েছে। মন্দের ভালো, ছাড় দেওয়া হয়েছে লোকাল ট্রেনের ক্ষেত্রে। নিত্যযাত্রীদের বোঝা বাড়ায়নি রেল। বর্ধিত রাজস্ব রেলের পরিকাঠামো উন্নত করার কাজে ব্যবহার করা হবে বলেই জানিয়েছে মন্ত্রক। এই নিয়ে সাধারণ যাত্রীদের কী মতামত, দেখুন এই ভিডিও।