Updated: 23 Nov 2024, 11:09 PM IST
Laxmishree Banerjee
বাংলায় তৃণমূলের দাপট অব্যাহত রইল। রাজ্যের ছয় আসনে, বিধানসভা উপনির্বাচনেও ৬-এ ৬ তৃণমূল। বিজেপির হাতছাড়া হল উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, মেদিনীপুর, কোচবিহার, আলিপুরদুয়ার। এদিন, বিপুল জয়ের বিজয় রথে দাঁড়িয়ে, শাসক দলের কর্মীদের আনন্দ উল্লাস ছিল দেখার মতন।