বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video:ভাটপাড়ায় নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি, কী বললেন বিজেপির অর্জুন সিং
Updated: 13 Nov 2024, 06:17 PM IST
Laxmishree Banerjee
স্থানীয় সূত্রে খবর, অশোক সাউ ২০১৯ সালে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন। তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী। এদিন সকালে তাঁকে অনুসরণ করছিল বেশ কয়েকজন যুবক। অভিযোগ, জগদ্দল থানার পালঘাট রোড এলাকায় বাইক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। গুলির শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে বাইকে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। আহত অবস্থায় অশোককে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালেই মৃত্যু হয়েছে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের।