বাংলা নিউজ >
দেখতেই হবে >
পাহাড়ের বুকে সাদা বেগুনি লালের মেলা! টিউলিপের এই সম্ভারে ভূস্বর্গের রূপে মাতোয়ারা পর্যটকরা
Updated: 09 Apr 2022, 07:49 PM IST
লেখক Sritama Mitra
জনসাধারণের জন্য খুলে গেল ভূস্বর্গের টিউলিপ গার্ডেন। ২৩ মার্চ থেকে খুলে গিয়েছে শ্রীনগরের 'সিরাজ বাগ' নামে খ্যাত এই বাগান। এশিয়ার বৃহত্তম এই টিউলিপ গার্ডেন ঘিরে উচ্ছ্বাস রয়েছে পর্যটকদের মধ্যে। পাহাড়ের কোলে বিভিন্ন রঙের মেলা যেন সাজিয়ে বসেছে টিউলিপ গার্ডেন। রয়েছে ফোয়ারার মন মাতানো দৃশ্য। সব মিলিয়ে এই গার্ডেন মন মাতিয়েছে পর্যটকদের।