আত্মহত্যা করেছেন টেলিভিশন অভিনেতা কুশল পাঞ্জাবি, প... more
আত্মহত্যা করেছেন টেলিভিশন অভিনেতা কুশল পাঞ্জাবি, প্রাথমিক তদন্তে অনুমান মুম্বই পুলিশের। বৃহস্পতিবার রাতে নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় কুশলের দেহ।পুলিশ কুশলের লেখা সুইসাইড নোটও উদ্ধার করেছে। শুক্রবার সকালে কুশলের মৃত্যুর খবর প্রকাশ্যে আনলেন টেলিভিশন অভিনেতা করণবীর বোহরা।মাত্র ৩৭ বছর বয়সেই চলে গেলেন ইশক মে মরযাওয়াঁ খ্যাত অভিনেতা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাবা সইগল, শ্বেতা তিওয়ারি, রবি দুবে, করণ প্যাটেলরা ।দেখো মগর প্যায়ার সে,কভি হাঁ কভি না, সিআইডি, কসম সে, শশ.. ফির কোই হ্যায়র মতো একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন কুশল। ঝলক দিখালাজা এবং খতরোকে খিলাড়ির মতো জনপ্রিয় রিয়ালিটি শোয়েরও প্রতিযোগী হিসাবে দর্শক দেখেছে কুশল পাঞ্জাবী। লক্ষ্য, কাল, এবং ধন ধনা ধন গোলের মতো বলিউডি ছবিতেও দেখা মিলেছে কুশলের।