Updated: 12 Mar 2022, 05:38 PM IST
লেখক Sritama Mitra
একদিকে লেফ্টনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অন্যদ... more
একদিকে লেফ্টনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অন্যদিকে, লেফ্টনেন্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পাণ্ডে। দুই সেনা কমান্ডার এসে দাঁড়ালেন শ্রীনগরের লালচকের এক তেলেভাজার দোকানের সামনে। এরপর দেখা গেল বিক্রেতার সঙ্গে নিমেষে আড্ডা-গল্পে মেতে রইলেন সেনা অফিসাররা। রাতের শ্রীনগরে তেলেভাজার রসনার মাঝেই স্থানীয়দের সঙ্গে চলল সেনা অফিসারদের আড্ডা।