Viral Video: অনুপ্রেরণা 'MBA Chaiwala'! বাংলায় দুই ইঞ্জিনিয়ার খুললেন 'B.Tech Cha wala'
Updated: 05 Jan 2023, 11:17 PM ISTভারত জুড়ে অনেকের কাছেই অনুপ্রেরণা যুগিয়েছে 'MBA Chaiwala'। ওই চায়ের দোকানের প্রতিষ্ঠাতা প্রফুল্ল বিল্লোরের নাম অনেকেই জানেন। এবার বাংলার বুকে দুই ইঞ্জিনিয়ার সেই 'MBA Chaiwala' থেকে অনুপ্রেরণা নিয়ে খুললেন চায়ের দোকান। বাঙালি এই দুই ইঞ্জিনিয়ারের চায়ের দোকানের নাম 'B.Tech Cha wala'। দোকানেপ কর্ণধার আলমগীর খান ও রাহুল আলি। কেন এমন চায়ের দোকান খোলার ভাবনা? কী থেকে পেলেন অনুপ্রেরণা? মুখ খুললেন রাহুল। আলমগীর ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন। ওই বছরই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন রাহুল। এরপর রাহুল পড়াশোনা নিয়ে সেভাবে এগোননি। রাহুলের বাবা মনসুর আলি পেশায় ট্যাক্সি চালক। আলমগীরের বাবা ঢালাই মেশিন ভাড়া দিয়ে সংসার চালান। এই পরিস্থিতিত দুই পরিবারের আশা 'B.Tech Cha wala' দৌড়বে জোরকদমে।