Video: বেঙ্গালুরুতে নির্মিয়মান মেট্রোর ৪০ ফুট পিলার ভেঙে পড়ল হুড়মুড়িয়ে! মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য
Updated: 10 Jan 2023, 11:20 PM ISTনির্মাণ চলছিল বেঙ্গালুরু মেট্রোর একাংশের। বেঙ্গালুরু মেট্রোর এক বিশালাকার পিলার ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাগিচা শহরে। পিলারের উচ্চতা আনুমানিক ৪০ ফুট, বলা হচ্ছে। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে যায়। বেঙ্গালুরুর আউটার রিং রোডের এইচবিআর লেআউটে এই ঘটনা ঘটেছে। পিলার ভেঙে পড়ার সময় একটি পরিবারের সদস্যরা বাইকে সেখান দিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই মারা যান মহিলা তাঁর পুত্র। তাঁর স্বামী ও মেয়ে আপাতত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এমন মর্মান্তিক ঘটনা ঘিরে বিজেপি শাসিত রাজ্যে সরব হয়েছে কংগ্রেস। বিরোধীদের তরফে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের ইস্তফা দাবি করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরু মেট্রোর তরফে জানানো হয়েছে, ঘটনায় মৃতদের পরিবারকে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।