বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: নয়া কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা নিয়ে বাজেটে ঠিক কী বললেন নির্মলা সীতারামন?
Updated: 23 Jul 2024, 06:22 PM IST
Sayani Rana
আজ সপ্তমবারের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারামন। আর আয়কর কাঠামোয় পরিবর্তনের ঘোষণা করলেন।একেবারে আমূল পরিবর্তন করা হয়নি। ট্যাক্স স্ল্যাবের সর্বনিম্ন ও সর্বোচ্চ ধাপটা অপরিবর্তিত আছে। মাঝের কয়েকটি স্ল্যাবের হেরফের করা হয়েছে। সেইসঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে। নয়া আয়কর কাঠামোয় সেটা ৫০ হাজার থেকে বেড়ে হল ৭৫ হাজার টাকা। সবমিলিয়ে নয়া আয়কর কাঠামো করদাতারা প্রায় ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। আয়কর ছাড়ের ক্ষেত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী কী ঘোষণা করলেন? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।