অরুণাচল সীমান্তে চিনের সেনার সঙ্গে কী কথা হল কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর?
Updated: 02 Nov 2024, 06:43 PM IST Laxmishree Banerjee দীপাবলি উপলক্ষ্যে, অরুণাচলে চিনা সীমান্তে ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সেখানেই আচমকা লাল ফৌজ অর্থাৎ চিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। সৌজন্যবোধ দেখিয়ে, তাঁদের কোনও সমস্যা হচ্ছে কিনা তা জিজ্ঞাসাও করেন। উত্তর আসে, এমন পরিবেশের সঙ্গে তাঁরা মানানসই। এই মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে।