বাংলা নিউজ > দেখতেই হবে > প্রার্থীপদের টিকিট না পেয়ে ঝরঝর করে কান্না নেতার! ভোটমুখী উত্তরপ্রদেশে কী ঘটল?

প্রার্থীপদের টিকিট না পেয়ে ঝরঝর করে কান্না নেতার! ভোটমুখী উত্তরপ্রদেশে কী ঘটল?

২০২২ বিধানসভা নির্বাচনকে ঘিরে তপ্ত হতে শুরু করেছে ... more

২০২২ বিধানসভা নির্বাচনকে ঘিরে তপ্ত হতে শুরু করেছে উত্তরপ্রদেশের মাটি। ভোট ঘিরে ইতিমধ্যেই প্রার্থীপদের তালিকা তৈরিতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। এরই মাঝে বিএসপি নেতা আরশাদ রানার কান্নার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে তিনি অনুযোগ করছেন দল তাঁকে প্রার্থীপদের টিকিট দেয়নি বলে। আশপাশে রয়েছেন তাঁর অনুরাগীরাও। তাঁরা নেতাকে শান্ত করার চেষ্টা করছেন বলে দেখা যাচ্ছে ভিডিয়োতে। আরশাদ রানার দাবি, তাঁকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষ মুহূর্তে তা নাকচ করা হয়। এদিকে, রাস্তায় লেগে গিয়েছে হোর্ডিং, ব্যানার। তারপরও দলের টিকিট না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন এই নেতা।