Video: মার্কিনির মুখে ঝরঝর করে হিন্দি! USAএর 'হিন্দুস্তানি মুখপাত্র' কাড়লেন লাইমলাইট
Updated: 09 Sep 2023, 11:12 PM ISTইনি মার্গারেট ম্যাকলড। জি২০ এর শীর্ষ সম্মেলনে তিনি আলাদা করে কেড়ে নিলেন নজর। হিন্দিতে তিনি কতটা পটু তা দিল্লির বুকে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন এই মার্কিনি। তিনি বললেন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সহোগিতা প্রসঙ্গে। প্রযুক্তিগত দিক থেকে কীভাবে দুই দেশ একে অপরের পাশে রয়েছে তা নিয়ে তিনি বক্তব্য রাখেন। এছাড়াও ভারত-মার্কিন শিক্ষা ক্ষেত্রের উন্নতি নিয়ে কী কথা হয়েছে, তা নিয়েও মুখ খোলেন তিনি।