বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: উত্তরকাশীর টানেলের ভিতরে কেমন আছেন আটকে পড়া ৪১ জন? ভিডিয়োয় উঠে এল দৃশ্য
Updated: 21 Nov 2023, 05:38 PM IST
Sritama Mitra
উত্তরকাশীর দুর্ঘটনায় টানেলের ভিতর আটকে পড়া ৪১ জন শ্রমিককে ঘিরে ক্রমাগতই উদ্বেগ ছিল। সেখানে ধ্বংসস্তূপ সরিয়ে একটি ৬ ইঞ্চির পাইপ ঢোকানো হয়েছে সংযোগের জন্য। সেই পাইপ দিয়ে সরবরাহ করা হচ্ছে খাবার। সেই পাইপ দিয়ে এন্ডোস্কোপিক ক্যামেরা ঢোকানো হয়েছে। আর সেই ক্যামেরা দিয়েই তোলা হয়েছে আটকে পড়া শ্রমিকদের। এই ভিডিয়োয় সেই ছবিই উঠে আসছে।