বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূম-বর্ধমানের বিস্তীর্ণ এলাকা! কঙ্কালীতলা থেকে অজয়ের সেতুর দৃশ্য একনজরে
Updated: 03 Aug 2024, 07:00 PM IST
Sayani Rana
প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। শহর কলকাতা তো বটেই বাদ নেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিও। বৃষ্টির জন্য নদীর জল বেড়ে যাওয়ায় বর্ধমান থেকে বীরভূমে ভয়াবহ অবস্থা। বীরভূমের সিউড়িতে বৃষ্টির ফলে বেড়েছে ময়ূরাক্ষী নদীর জল।দু'দিন একটানা বৃষ্টির ফলে জল ছাড়তে শুরু করছে ডিভিসিও। অন্যদিকে, দুর্গাপুরের টুমনি নদীর ভাসাপুল আর অজয়ের সেতুতেও উঠলো জল। বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের অন্যতম যোগাযোগ মাধ্যম।তাছাড়াও রাতভর বৃষ্টিতে বীরভূমের বোলপুরের সতীপীঠ কঙ্কালীতলাও জলমগ্ন। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।