বাংলা নিউজ >
দেখতেই হবে >
প্রয়াত পরিচালক রাজকুমার কোহলির স্মরণ সভা, যোগ দিলেন সানি দেওল থেকে শত্রুঘ্নরা
Updated: 28 Nov 2023, 11:17 AM IST
Priyanka Bose
প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পিতৃহারা হলেন অভিনেতা আরমান কোহলি। স্নান করতে বাথরুমে ঢুকেছিলেন রাজকুমার কোহলি। কিন্তু দীর্ঘসময় পর বাইরে বেরোচ্ছিলেন না। এরপর ছেলে আরমানই ভাঙেন বাথরুমের দরজা। দেখা যায়, মেঝেতে পড়ে আছেন পরিচালক। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিচালক রাজকুমার কোহলির স্মরণ সভায় হাজির হয়েছেন বলিউডের অনেকেই, দেখুন সেই ছবি-