Updated: 13 Feb 2025, 03:41 PM IST
লেখক Ranita Goswami
#vickykaushal #katrinakaif #reel
সম্প্রতি ক্যাটরিনার ইনস্টাগ্রামের পাতায় উঠে এল একটা মজার ভিডিয়ো। যেখানে শুদ্ধ হিন্দিতে বউ ক্যাটরিনার বর্ণনা দিতে শোনা যায় ভিকিকে। ক্য়াটের পোস্ট করা ভিডিয়োতে ভিকিকে একটা কালো পোশাক পরে কাটের চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। ক্যাটরিনা ঠিক কেমন তার বর্ণনায় ভিকি হেসে বলছেন ‘বিচিত্রা কিন্টু সত্য প্রাণ হ্যায় আপ’। অর্থাৎ ভিকির বর্ণনা অনুসারে ক্যাট একজন অদ্ভুত কিন্তু সৎ প্রাণী। ভিডিয়োর ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘মাই ডিয়ার হাবিজ ডেসক্রিপশন অফ মি’ অর্থাৎ 'দেখুন আমার স্বামী, আমার সম্পর্কে কী বলেন…'।