বাংলা নিউজ > দেখতেই হবে > Video: মাধ্যমিকে ৬৯৩ পেয়ে প্রথমস্থানে ২ জন, প্রথম দশে শতাধিক, ফলাফল একঝলকে

Video: মাধ্যমিকে ৬৯৩ পেয়ে প্রথমস্থানে ২ জন, প্রথম দশে শতাধিক, ফলাফল একঝলকে

প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল। আজ পর্ষদ ... more

প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল। আজ পর্ষদ সভাপতি এই ফল প্রকাশ করেন। মাধ্যমিকে এই বছর পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারের নিরিখে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর। তারপরেই কালিম্পং। মাধ্যমিক ২০২২ সালে প্রথম হয়েছেন বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই। একই সঙ্গে প্রথম হয়েছেন বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। এদিকে, ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। প্রথমস্থানে ২ জন- প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানে রয়েছেন ২ জন- প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে ২ জন- প্রাপ্ত নম্বর ৬৯১। চতুর্থ হয়েছেন ৪ জন- প্রাপ্ত নম্বর ৬৯০। পঞ্চম স্থানে ১১ জন- প্রাপ্ত নম্বর ৬৮৯। ষষ্ঠ স্থানে ৬ জন- প্রাপ্ত নম্বর ৬৮৮। সপ্তম স্থানে ১০ জন- প্রাপ্ত নম্বর ৬৮৭। অষ্টম স্থানে ২২ জন -প্রাপ্ত নম্বর ৬৮৬। নবম স্থানে ১৫ জন- প্রাপ্ত নম্বর ৬৮৫। দশম স্থানে ৪০ জন- প্রাপ্ত নম্বর ৬৮৪।