বাংলা নিউজ > দেখতেই হবে > Video: আমেরিকার রাস্তায় যোগীর হোর্ডিং নিয়ে চলল 'বাবা কা বুলডোজার'

Video: আমেরিকার রাস্তায় যোগীর হোর্ডিং নিয়ে চলল 'বাবা কা বুলডোজার'

এই ছবি নিউ জার্সির। সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষ্য... more

এই ছবি নিউ জার্সির। সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উদযাপনের একাধিক ছবি উঠে আসে। তারই মাঝে নিউ জার্সির রাস্তায় বিজেপির প্রতীক চিহ্ন সহ এক হোর্ডিং দেখা যায়। যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের ছবি দেখা যায়। হোর্ডিংয়ে লেখা রয়েছে 'বাবা কা বুলডোজার'। এই ভিডিয়ো ঘিরে প্রতিক্রিয়ার নিরিখে দ্বিধাবিভক্ত টুইটার। উঠে এসেছে এর পক্ষে বিপক্ষে নানান মন্তব্য। অন্যদিকে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উৎসবে আমেরিকাতেও 'হর ঘর তিরঙ্গা' অভিযান দেখা যায়। এছাড়াও মার্কিন মুলুকের নিউ জার্সির রাস্তায় উৎসবে মেতে ওঠা মানুষের ছবিও দেখা যায়।