জন্মাষ্টমীতে দহি-হান্ডি উৎসবে থিম 'চন্দ্রযান-৩'! মহারাষ্ট্রে উৎসবের কিছু ঝলক একনজরে
Updated: 07 Sep 2023, 10:53 PM ISTজন্মাষ্টমী ঘিরে দেশের দিকে দিকে আজ উৎসবের ছবি। মহারাষ্ট্র মেতেছে দহি-হান্ডি উৎসবে। সকাল থেকেই এই প্রতিযোগিতামূলক খেলা ঘিরে ছিল জনমানসে উৎসাহ। ইসরোকে সম্মান জানিয়ে কোথাও দহি হান্ডি উৎসবের থিম হয়েছে চন্দ্রযান-৩... কোথাও আবার মহিলারা পালন করলেন দহি-হান্ডি। সেখানে তাঁদের বেশ ছিল দেবী কালিকার। সব মিলিয়ে দেশ জুড়ে উৎসবের আসরে আলাদা করে নজর কেড়েছে দহি হান্ডি উৎসব।