Updated: 25 Jul 2022, 08:06 PM IST
লেখক Sritama Mitra
ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি হত... more
ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি হতে দেখল দেশ। পঞ্চদশ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ভারত সাক্ষী থাকল এক নয়া ইতিহাসের। এদিন সকালেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর পরিবার শুভেচ্ছা জানান দ্রৌপদী মুর্মুকে। নয়া রাষ্ট্রপতি এরপরই যাবতীয় পরম্পরা মেনে পাঠ করেন শপথ বাক্য। চলে 'ট্রাই সার্ভিসেস গার্ড অফ অনার' পালা। অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী সহ বিশিষ্টরা। ঐতিহ্য মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করেন 'সেরিমোনিয়াল স্যালুট'। এরপরই রাষ্ট্রপতির অফিসের দায়িত্বভার গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু।