Video: পুত্র-বিয়োগের যন্ত্রণায় চোখের জল বাঁধ মানছে না বাবার! শহিদ মেজর আশিস ধোনচাকের পরিবার শোকস্তব্ধ
Updated: 14 Sep 2023, 10:00 PM ISTসদ্যই বোনের সঙ্গে কথা হয়েছিল। বাড়িতে আসার কথা ছিল খুব শিগগির। বোন বলেছিলেন, বাবার শরীর ভালো নেই, ভাই যেন চলে আসে তাড়াতাড়ি। 'ভাই' আশিস ধোনচাক ফিরছেন! তবে তাঁর দেহ কফিনবন্দি হয়ে ফিরছে। কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলির লড়াইতে শহিদ হয়েছেন ভারতীয় সেনার মেজর আশিস ধোনচাক। হরিয়ানার ভূমিপুত্রের প্রয়াণে শোকস্তব্ধ পরিবার। ঘরের ছেলের স্মৃতি চারণা আর চোখের জলে ভিজছেন পরিজনরা। পুত্র বিয়োগের খবরে বাঁধ মানছে না বাবার চোখের জল। ফিরছে মেজর আশিস ধনচাকের কফিনবন্দি দেহ। তাঁর ফেরার অপেক্ষায় এলাকাবাসী। অপেক্ষা বীরের যোগ্য সম্মানে তাঁকে শেষবার শ্রদ্ধা জানানোর।