Reel Video: কামরা যেন ফাইট ক্লাব! দিল্লি মেট্রোয় তুমুল সংঘাত ২ মহিলার
Updated: 07 Jun 2023, 11:42 PM ISTএই দৃশ্য দিল্লি মেট্রোর। সেখানে দুই মহিলার সংঘাতের ছবি ধরা পড়ে ক্যামেরায়। গোটা ঘটনায় তোলপাড় শুরু হয়। এর আগে দিল্লি মেট্রোয় এক মহিলার পোশাক নিয়ে চরমে ওঠে বিতর্ক। তবে এবার দুই মহিলার মুখোমুখি সংঘাত নিয়ে বিতর্ক যায় চরমে। চলন্ত মেট্রোয় দুই মহিলার মধ্যে এই সংঘাতের ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে পড়ে যায় হইচই।