বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ইদে নমাজ পাঠের পর ফিরহাদ হাকিম দিলেন কোন বার্তা?

Video: ইদে নমাজ পাঠের পর ফিরহাদ হাকিম দিলেন কোন বার্তা?

আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ আল আজহা। কুরবানির ইদ হ... more

আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ আল আজহা। কুরবানির ইদ হিসাবেও রয়েছে এই দিনটির পরিচিতি। এদিন সকালে চেতলার মসজিদে নমাদ পাঠ করেন ফিরহাদ হাকিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান শুভেচ্ছা। সমস্ত খারাপ দিককে দূরে রেখে দূরে সরিয়ে রেখে পবিত্র বকরি ঈদে সকল সম্প্রদায়ের মানুষের কাছে এমনই ভাতৃত্ব ও সম্প্রীতি বার্তা দেন তিনি। এছাড়াও কলকাতার মেয়র এদিন শহরের কোভিড পরিস্থিতি নিয়েও মুখ খোলেন। সকলকে সতর্ক থাকার বার্তা দেন।