Video:হেয়ারস্ট্রিটে গ্যাস লিকের ঘটনায় চাঞ্চল্য! শহর জুড়ে আলোড়ন, উদ্বেগ
Updated: 07 Feb 2023, 09:27 PM ISTসপ্তাহের ব্যস্ত দিনে চাঞ্চল্য শহর কলকাতায়। মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকায় আচমকা গ্যাস লিকের ঘটনা ঘটে। রাসায়নিক গ্যাসের গন্ধে ১৪ জনের অসুস্থ হওয়ার খবর প্রাথমিকভাবে উঠে আসে। ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। অসুস্থদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, বেলা ১১ টা নাগাদ অফিসে প্রবেশের সময়ই কর্মীরা একটি অদ্ভূত গন্ধ পান। শুরু হয় শ্বাসকষ্ট। তারপরই অসুস্থদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে সন্দেহে পেস্ট কন্ট্রোলের ইস্যুই উঠে আসছে। তবে তদন্তে নেমেছে হেয়ারস্ট্রিট থানার পুলিশ।