বাংলা নিউজ > দেখতেই হবে > Video: কেদারনাথ মন্দিরের কাছে ভয়াবহ তুষারধস! অক্ষত মন্দির, প্রকৃতির রুদ্ররূপের দৃশ্য একনজরে

Video: কেদারনাথ মন্দিরের কাছে ভয়াবহ তুষারধস! অক্ষত মন্দির, প্রকৃতির রুদ্ররূপের দৃশ্য একনজরে

আরও এক ভয়াবহ তুষারধসের সাক্ষী রইল কেদারনাথ মন্দির।... more

আরও এক ভয়াবহ তুষারধসের সাক্ষী রইল কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের কাছেই এই তুষারধস দেখা যায়। মন্দিরের ঠিক পিছনের দিকে এই তুষারধস দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় উঠে আসে সেই দৃশ্য। ঘটনা ঘিরে আতঙ্কের প্রহর গুনছে গোটা এলাকা। তবে দেবভূমি উত্তরাখণ্ডের বুকে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও কেদারনাথ মন্দিরের অক্ষত থাকার ঘটনা নিয়েও চলছে চর্চা। তবে প্রকৃতির এই রূপ ফের একবার ২০১৩ সালের স্মৃতি ফিরিয়ে দিয়েছে।