Video: 'আর দুষ্টুমি করব না.. পাক্কা', শিক্ষিকার গলা জড়িয়ে আদুরে আর্জি এই ছোট্ট পড়ুয়ার!
Updated: 18 Sep 2022, 09:04 PM ISTএই ছবি উত্তরপ্রদেশের এক স্কুলের। উত্তর প্রদেশের নৈনির শেঠ আনন্দরাম জয়পুরিয়া স্কুলে এমন মন ভালো করা ছবি উঠে এসেছে। সেখানে এক শিক্ষিকাকে দেখা গিয়েছে, তার ছাত্রকে দুষ্টুমি থেকে প্রতিহত করতে। খুব সুন্দর করে শিক্ষিকা তাঁর ছোট্ট ছাত্রের কাছে অনুযোগ করছেন খুদের দুষ্টুমি নিয়ে। আর তার প্রত্যুত্তরে সেই ছোট্ট পড়ুয়া প্রায় কাঁদো কাঁদো হয়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট দুই হাতে শিক্ষিকার গলা জড়িয়ে পড়ুয়ার আর্জি.. 'আর করব না'। নাছোড়বান্দা এই ছোট্ট শিশুর আর্জিতে কি আর সাড়া না দিয়ে থাকতে পারেন শিক্ষিকা? ভিডিয়োয় মাঝে তাই দেখা গেল মুচকি হেসেও ফেলছেন তিনি। এদিকে, তাঁর ছোট্ট ছাত্র ততক্ষণে তাঁকে আদুরে আর্জিতে ভোলাতে চেষ্টা করছে! এই মিষ্টি ভিডিয়ো আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।