Updated: 01 Aug 2022, 09:18 PM IST
লেখক Sritama Mitra
বাংলার রাজনীতির অন্যতম দাপুটে নেতা মুকুল রায়। তাঁর... more
বাংলার রাজনীতির অন্যতম দাপুটে নেতা মুকুল রায়। তাঁর রাজনৈতিক কেরিয়ারের একটা বড় সময় তিনি ছিলেন তৃণমূলের সঙ্গে। পরে যোগ দেন বিজেপিতে। ফের তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর দলগত অবস্থান নিয়ে নানান চর্চা উঠে এসেছে সময়ে সময়ে। এদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণের পর এদিন মমতা মন্ত্রিসভায় কিছু রদবদল হয়। তার প্রেক্ষিতেই মুকুল রায়ের মতো অভিজ্ঞ নেতাকে এই রদবদল নিয়ে প্রশ্ন করা হয়। সোমবার কাঁচড়াপাড়ার বাড়ি থেকে বেরনোর আগে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। প্রশ্ন করা হয়, এই মন্ত্রিসভার রদবদলে কি ভাবমূর্তি পাল্টাবে। যার উত্তর দেন মুকুল রায়।