বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: ‘হ্যাপি বার্থডে মোদীজি’, উইশ করলেন যাত্রীরা, শোনালেন গান! জন্মদিনে মেট্রোয় শুভেচ্ছায় ভাসলেন মোদী
Updated: 17 Sep 2023, 03:49 PM IST
Sritama Mitra
জন্মদিনের সকালে দিল্লি মেট্রোয় সফর করেন নরেন্দ্র মোদী। সেখানে একাধিক যাত্রী তাঁদের তরফে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। মেট্রোর অন্দরেই চলে প্রধানমন্ত্রীকে ঘিরে জন্মদিন উদযাপনের পালা। যাত্রীরা এগিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেন। অনেকে প্রধানমন্ত্রীকে শোনান গান। রবিবার সকালে প্রধানমন্ত্রীর গন্তব্য ছিল যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন। দ্বারকা সেক্টর ২১ থেকে তিনি ট্রেনে ওঠেন। তখনই এইভাবে উদযাপন করা হয় নরেন্দ্র মোদীর জন্মদিন।