বাংলা নিউজ > দেখতেই হবে > Viral Video:সাব-জিরো তাপমাত্রায় চলল বরফের আল্পনা! আন্টার্কটিকায় ভারতীয়দের উৎসব উদযাপন

Viral Video:সাব-জিরো তাপমাত্রায় চলল বরফের আল্পনা! আন্টার্কটিকায় ভারতীয়দের উৎসব উদযাপন

দেশ থেকে বহু দূরে আন্টার্কটিকায় আয়োজিত হল ওনম উৎসব। সেখানে শূন্যের নিচের তাপমাত্রার মধ্যেই ভারতীয়রা উৎসব উদযাপন করতে পিছপা হলেন না। বরফের সার্ফেসেই আঁকলেন তাক লাগানো আল্পনা। যার কারুকার্য মুগ্ধ করেছে শিল্পপতি আনন্দ মহিন্দ্রাকে। তিনি এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, জমে থাকা বরপে হাতুড়ি দিয়ে সুক্ষ্মভাবে কারুকার্য করছেন আন্টার্টিকার ওই ভারতীয়রা। কেরলের ওনম উৎসবের প্রতীকী ছবি সাপের আদলের নৌকা 'চুন্দন ভল্লম'ও এই আল্পনায় নিখুঁত করে তুলে ধরা হয়েছে। ভিডিয়ো ঘিরে উচ্ছ্বসিত নেটপাড়া।