Video: যোশীমঠে বহু ফাটল ধরা বাড়ি চিহ্নিত 'বিপজ্জনক' হিসাবে! আশঙ্কায় ডুকরে কাঁদছেন বাসিন্দারা
Updated: 10 Jan 2023, 11:26 PM ISTনিজের বাড়ি,আসবাব, বাসন, ঠাকুরঘর সব ফেলে বেরিয়ে আসা সহজ নয়! এদিকে, বাড়ির বাইরে লাল দাগ দিয়ে জানানো হয়েছে তা 'বিপজ্জনক'। যোশীমঠে ভূমি অবনমনের জেরে বহু ইমারতই চিহ্নিত হয়েছে বিপজ্জনক হিসাবে। তার জেরেই ওই 'বিপজ্জনক' বাড়িগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কর্ণপ্রয়াগের এই বাড়ির ভাঙনে রীতিমত শিউরে উঠেছেন অনেকেই। ইতিমধ্যেই ঘটনায় নজর রাখতে শুরু করেছে কেন্দ্র। নজর রাখছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে, ফাটল ধরেছে যোশীমঠের শঙ্করাচার্যের মন্দিরেও। এই ইস্যুতে সুপ্রিম কোর্ট নিজের অবস্থান স্পষ্ট করেছে। জরুরি শুনানির আবেদন সেখানে নাকচ হয়েছে। এদিকে, এই পরিস্থিতির মাঝে বহু 'বিপজ্জনক' বিল্ডিং যোশীমঠে ভেঙে ফেলা হচ্ছে। তারই মধ্যে অন্যতম 'হোটেল মালারি ইন'। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই ভাঙার কাজ চলছে। অন্যদিকে, এনটিপিসির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি নিয়ে শঙ্কার মেঘ রয়ে যাচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup