Video: ঘরে ফেরার আনন্দ! খাঁচা খুলতেই লেপার্ডের ঝপ করে লাফ ট্রাক থেকে, জঙ্গলে ফিরল বনের পশু
Updated: 16 May 2023, 03:42 PM ISTঘরে ফিরতে কে না চায়! এই লেপার্ডের 'ঘরে' ফেরাও সেই কথা মনে করায়। মূলত, বনের পশুকে তার 'ঘর' বনে ফিরিয়ে দেওয়ার মধ্যেও থাকে আনন্দ। আর বনদফতর সেই কাজ নিরন্তর করে চলেছে। এই ১৯ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ট্রাকে করে খাঁচা বন্দি লেপার্ডকে জঙ্গলের কাছে নিয়ে আসা হয়। খাঁচা খুলতেই লেপার্ডের এক লাফ! সোজা মাটিতে। এরপর তীব্র গতিতে সে ছুটে যায় নিজের আস্তানা জঙ্গলে। জানা গিয়েছে, এক উদ্ধার হওয়া লেপার্ডকে এভাবে জঙ্গলে ফিরিয়ে দেয় বনদফতর। এই ভিডিয়ো শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান। আর তা মুহূর্তে হিট হয়ে গিয়েছে নেটপাড়ায়।