Updated: 03 Dec 2024, 05:40 PM IST
লেখক Tulika Samadder
৫ ডিসেম্বর ছাদনাতলায় যাচ্ছেন পায়েল দেব ও শিখর ট্যান্ডন। বর পঞ্জাবি ও কনে বাঙালি। আংটি বদলে ছেলের বাড়ির মতো করেই সাজলেন হবু কনে। রোজ পিঙ্ক রঙের ঘরারা বেছে নেন অভিনেত্রী। আর তাঁর পাত্র পরেছিলেন নীল শেরওয়ানি। একেবারে ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে, অভিনেত্রী প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন শিখর।