Video: এই অপরূপ ছবি বিদেশের নয়! ভারতেরই এক কোণে বরফ প্রান্তরে দৌড়চ্ছে এই ট্রেন, জেনে নিন ঠিকানা
Updated: 06 Jan 2023, 11:11 PM ISTবরফ সর্বত্র। রেল ট্র্যাকে বরফ। বরফ জমে রয়েছে স্টেশনের প্ল্যাটফর্মে। আর সেই সমস্ত বরফ ফুৎকারে উড়িয়ে এগিয়ে চলেছে ট্রেন। এলাকার এমন রূপ দেখে মুগ্ধ হয়ে পড়েছেন? এই এলাকা ভারতেরই এক অংশ। সুৎজারল্যান্ড ভেবে ভুল করবেন না! জম্মু ও কাশ্মীরের বানিহাল থেকে বদগামের রেলপথে উঠেছে এই ছবি। মোহময়ী কাশ্মীরের স্বর্গীয় রূপে এমনিতেই বুঁদ হয়ে থাকেন পর্যটকরা। আর তারই মাঝে ট্রেন ছুটে যাওয়ার এই দৃশ্য যেন এলাকার প্রতি আরও আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। চারিদিকে সাদা চাদর যেন মোড়া... আর তারই চারদিক দিয়ে লক্ষ্যের পথে এগিয়ে চলেছে ভারতীয় রেলের এই ট্রেন।