বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: শুঁড় বাগিয়ে দুই মত্ত গজরাজের ধুন্ধুমার লড়াই, গর্জন! দিনের আলোয় রাস্তায় কোন দৃশ্য?
Updated: 17 May 2023, 06:39 PM IST
লেখক Sritama Mitra
হাতিকে সাধারণত শান্ত, আদুরে হিসাবেই দেখা যায়। মানুষের মাঝে বহু সময়ই তাদের শান্ত রূপটির দৃশ্যই জনপ্রিয়তা পেয়েছে। তবে এহেন পশু রেগে গেলে কী কাণ্ড হয়, তা দেখা যাচ্ছে এই ভিডিয়োতে। ভিডিয়োটি শেয়ার করেছেন বন দফতরের অফিসার সুশান্ত নন্দ। ভিডিয়োয় দেখা যাচ্ছে তখন দিনের আলো... আর তারই মাঝে দুই হাতি রীতিমতো গর্জন করে লড়াই করছে। শুঁড় বাগিয়ে, শুঁড় জড়িয়ে, চলছে ধুন্ধুমার সংঘাত। দুই গজরাজের এমন মুখোমুখি লড়াইয়ের ভিডিয়ো নিমেষে হয়েছে ভাইরাল।