Viral Video: বিমানে যাত্রী হিসাবে ISRO প্রধানকে পেয়ে আপ্লুত ক্রিউ সদস্যরা! এস সোমনাথের সম্মানে বিমান জুড়ে করতালি-ধ্বনি
Updated: 31 Aug 2023, 10:18 PM ISTগায়ে কাঁটা দেওয়া এই দৃশ্য ইন্ডিগো বিমানের। বিমানে সফর করছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। যে ইসরো বিশ্বকে সদ্য তাক লাগিয়েছে চন্দ্রযান-৩ তে চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ডিং করানোর পর। সেই সাফল্যের রেশ ভারতের গলি থেকে রাজপথে। এদিকে, তারই মাঝে বিমানে ইসরো প্রধান বিভিন্ন দিক থেকে পাচ্ছেন সংবর্ধনা। আর সেই দৃশ্য আরও একবার দেখা গেল এই ভিডিয়োয়। ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিমানকর্মী পূজা শাহ।