Viral Video: দিল্লি-সান ফ্রান্সিসকো এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ রাশিয়ায়, কী পরিস্থিতি হয়েছিল যাত্রীদের?
Updated: 07 Jun 2023, 06:31 PM ISTমাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ। তার জেরে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ হয়। অবতরণ হয় রাশিয়ায়। রাশিয়ার মাগাদান বিমানবন্দরে এই জরুরি অবতরণ হয়। বিমানে ছিলেন ২১৬ জন যাত্রী ও ১৬ দন ক্রু সদস্য। বিমানের জরুরি অবতরণের পর যাত্রীদের অবস্থা ধরা পড়ে এই ভিডিয়োয়। জানা গিয়েছে, মাঝ আকাশে বিমানে ইঞ্জিনে কিছু সমস্যা ধরা পড়ে। তার ফলেই এই জরুরি অবতরণ। জানা গিয়েছে, 'ফেরি ফ্লাইট' পাঠিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে উদ্যোগ নিচ্ছে এয়ার ইন্ডিয়া। এবিষয়ে তথ্য দিয়েছে এয়াপর ইন্ডিয়া।