বাংলা নিউজ > দেখতেই হবে > Video: বিস্ফোরক শোভনদেব!'কে দিচ্ছে টাকা?' দুর্নীতি ইস্যুতে সরব তৃণমূল বিধায়ক

Video: বিস্ফোরক শোভনদেব!'কে দিচ্ছে টাকা?' দুর্নীতি ইস্যুতে সরব তৃণমূল বিধায়ক

দুর্নীতি ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধীদলগুলি। সিবিআই থেকে ইডির তল্লাশি ঘিরে একাধিকবার উথালপাতাল হয়েছে বাংলার রাজনীতি। ইতিমধ্যেই শাসকদলের বেশ কয়েকজন নেতা, মন্ত্রীর বাড়িতে চলেছে তল্লাশি। এদিকে তারই মাঝে রবিবার এক সভা থেকে কার্যত বিস্ফোরক বার্তা দিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্য়ায়। নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে শোভনদেব বার্তা দেন কর্মীদের। বলেন, তাঁরা যেন তাঁদের বিধায়ক সম্পর্কে সচেতন থাকেন।