Video: চলন্ত ট্রেনে জাঁকজমক সহকারে বিশ্বকর্মা পুজো! চলল প্রসাদ বিতরণ, যাত্রীদের উদ্যোগ কাড়ল নজর
Updated: 18 Sep 2023, 09:54 PM ISTএই ছবি সকাল ৭:২৬ শান্তিপুর শিয়ালদা ডাউন লোকালের। ট্রেনের প্রথম কামরার ডেইলি প্যাসেঞ্জারদের তরফে আয়োজিত হয়েছিল এই পুজো। বেশ কয়েক বছর ধরে ট্রেনে এভাবেই হয়ে আসছে পুজো। যাত্রীদের উদ্যোগেই সাজানো হয় ট্রেনের কামরা। আনা হয় দেব-প্রতিমা। পুরোহিত করেন পুজো। পরে প্রসাদ বিলির পর্ব চলে। পরে ট্রেন শিয়ালদা পৌঁছতেই প্রতিমা নামানো হয়। বিশ্বকর্মা পুজো ঘিরে যখন আজ গোটা বাংলা উৎসবে মেতে, তখন তার মাঝে এই পুজোর উদ্যোগও কাড়ল নজর। ঘুড়ি ওড়ানো দিয়ে উৎসব উদযাপনের এই দিনে ট্রেনের কামরার ভিতর এই পুজো নিঃসন্দেহে অনবদ্য প্রয়াস।