কঠিন লড়াইয়ে বিজেপিকে পর্যদুস্ত করে দৃশ্যত তৃপ্ত অ... more
কঠিন লড়াইয়ে বিজেপিকে পর্যদুস্ত করে দৃশ্যত তৃপ্ত অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির ক্যাডারদের উদ্দেশ্য বিজয়ী ভাষণ রাখলেন। বজরংবলির ভক্ত কেজরিওয়াল এদিন ভগবানকে স্মরণ করেন। একই সঙ্গে ভারত মাতা কি জয়ের মন্ত্র তাঁর জবানিতে।দিল্লির ভোটারদের লাভ ইউ বলে কেজরিওয়াল বলেন যে নতুন ধারার রাজনীতিতে পথ দেখিয়েছে রাজধানীতে। কাজ করেও যে ভোটে জেতা যায়, সেটি দেশের জন্য ভালো সঙ্কেত বলে মনে করেন আপ নেতা।