বিক্ষোভকারী ও পুলিশ, এই দুই গোষ্ঠীকে মেলাল জাতীয় অ্যান্থেম। বৃহস্পতিবার জামিয়া ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়। প্রতিবাদে মুখর হয়ে উঠল বেঙ্গালুরু। কিন্তু অন্য জায়গার মতো হিংসা নয়, এখানে বিক্ষোভকারীদের সঙ্গে সহবস্থান ছিল পুলিশের। এমনকী তাদের শান্ত করার জন্য জাতীয় সঙ্গীতে গলা মেলালেন পদস্থ পুলিশ অফিসাররা। সারা দেশের কাছে সম্প্রীতির উদাহারণ হয়ে রইল বেঙ্গালুরু।