গুরুতর অসুস্থ করোনা রোগীদের অনেক সময় এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে আসার প্রয়োজন হতে পারে। কিন্তু এই রোগ ছোঁয়াচে, তাই থেকে যায় সংক্রমণের আশঙ্কা। এই কারণে ভারতীয় নৌবাহিনীর দক্ষিণ কম্যান্ড, কোচি একটি বিশেষ এয়ার এভাকুয়েশন পড বানিয়েছে। এতে রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে না বললেই চলে। একদম স্বদেশীয় প্রযুক্তিতে বানানা এই পড। দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১১ হাজার। মারা গিয়েছেন ৩৫০-র বেশি মানুষ।