সুইত্জারল্যান্ডের ডাভোসে পাকিস্তানের প্রধানমন্ত্রী... more
সুইত্জারল্যান্ডের ডাভোসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সফরের সময় বালোচিস্তান এবং সিন্ধ প্রদেশে বৈষম্যের অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হল মানুষ। প্রতিবাদীদের হাতে ধরা পোস্টারে ‘বালোচে গণহত্যা বন্ধ কর পাকিস্তানের সেনা’ লেখা দেখা গেল। বিশ্ব অর্থনৈতিক পোরামের সম্মেলনে যোগ দিতে এসে ডাভোস সফর করেন ইমরান।