গতকালই কার্যত ঠিক হয়ে গিয়েছিল কমলনাথ সরকারের ভবি... more
গতকালই কার্যত ঠিক হয়ে গিয়েছিল কমলনাথ সরকারের ভবিষ্যত। সুপ্রিম কোর্ট আস্থা ভোট করাতে বলার পর ১৬জন বিধায়কের ইস্তফা গ্রহণ করে নেন মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার। শুক্রবার প্রেস কনফারেন্সে বিজেপিকে বিষেদগার করার পর ইস্তফা দেওয়ার কথা বলেন কমলনাথ। সত্যমেব জয়তে, টুইটারে প্রতিক্রিয়া এই পুরো পতনের কারিগর জ্যোতিরাদিত্যের। অন্যদিকে আনন্দে ভাসলেন শিবরাজ সিং চৌহান। মুখে অবশ্য দাবি, কংগ্রেসের অভ্যন্তরীণ সমস্যার জন্য পড়েছে সরকার, এতে বিজেপির কিছু করার নেই। বর্তমানে একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি। আগামী দিনে বিজেপি সরকার বানায় কিনা ও হলে তিন বারের মুখ্যমন্ত্রী শিবরাজকেই বেছে নেওয়া হয় কিনা, সেটা এখন দেখার।