বাংলা নিউজ >
দেখতেই হবে >
ফেঙ্গাল আসার আগে জলযন্ত্রণা তামিলনাড়ুতে, চেন্নাইয়ে ব্যাহত বিমান, এক ঝলকে পুরো আপডেট
Updated: 30 Nov 2024, 09:57 PM IST
Laxmishree Banerjee
একদিকে সারাদেশে শীতের প্রকোপ বাড়ছে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ফেঙ্গাল নামের ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে। তামিলনাড়ু ও পুদুচেরির অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। সাগরের ঢেউ যেন আকাশ ছুঁয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া দফতর মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।