বাংলা নিউজ > দেখতেই হবে > ইদের দিন চেতলার মসজিদে নমাজ পাঠে ফিরহাদ হাকিম, সকলের সঙ্গে খুশির মেজাজ ভাগ করে নিলেন মন্ত্রী

ইদের দিন চেতলার মসজিদে নমাজ পাঠে ফিরহাদ হাকিম, সকলের সঙ্গে খুশির মেজাজ ভাগ করে নিলেন মন্ত্রী

সকাল থেকেই শহর জুড়ে ইদের আনন্দ ছড়িয়ে পড়েছে। মঙ্... more

সকাল থেকেই শহর জুড়ে ইদের আনন্দ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে শহরজোড়া বৃষ্টি উপেক্ষা করেই পবিত্র ইদের নমাজ পাঠের ছবি দেখা যায়। শহরে এদিন সকালে রেড রোডে ইদ উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। এদিকে, ইদের দিন সকালে খুশির মেজাজে দেখা গেল মন্ত্রী ফিরহাদ হাকিমকে। বৃষ্টির মাঝেই তিনি পৌঁছে যান চেতলার এক মসজিদে। সেখানে ইদের নমাজ পাঠ করতে দেখা যায় মন্ত্রীকে। সকলের সঙ্গে মিলে মিশে এদিন নমাজ পাঠ করে ইদ উদযাপনে ব্যস্ত থাকেন মন্ত্রী ফিরহাদ হাকিম।