বাংলা নিউজ > দেখতেই হবে > Durga Puja 2022: পাড়াই যখন পরিবার, এই পুজোর সুরে ঘরে ফেরার গান:

Durga Puja 2022: পাড়াই যখন পরিবার, এই পুজোর সুরে ঘরে ফেরার গান:

দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা উজ্জ্বল সংঘের পুজোর মূল ভাবনাই হল পাড়াকে পরিবার করে তোলা। পরিবারের সব দায়িত্ব যেমন মহিলাদের হাতে। এই পুজোতেও তাই। ঠাকুর আনা, পুজোর জোগাড় বা ভোগ রান্না— সবই করেন মহিলারাই। সঙ্গে দুঃস্থদের সাহায্য করা আর রক্তদানের আয়োজনও আছে।