বাংলা নিউজ > দেখতেই হবে > Video: গরমের দাপটের মাঝে জাহ্নবী থেকে কিয়ারাদের ফ্যাশনে এন্ট্রি নিচ্ছে কোন রঙ?

Video: গরমের দাপটের মাঝে জাহ্নবী থেকে কিয়ারাদের ফ্যাশনে এন্ট্রি নিচ্ছে কোন রঙ?

দেশের বিভিন্নপ্রান্তে গরমের দাপুটে ব্যাটিং অব্যাহত... more

দেশের বিভিন্নপ্রান্তে গরমের দাপুটে ব্যাটিং অব্যাহত। মায়ানগরী মুম্বইতেও রয়েছে অসহ্য গরম। এরই মাঝে বিভিন্ন জায়গায় রোদের তাপ সহ্য করেই বাইরে বের হতে দেখা যাচ্ছে একাধিক বলিউড সুন্দরীকে। বান্দ্রায় জিমের সামনে দেখা গেল জাহ্নবী কাপুরকে। গরমের ক্যাজুয়েল ফ্যাশনে তিনি বেছে নিয়েছেন সাদা রঙকে। সঙ্গে ট্যাং টপ প্যান্টস। অন্যদিকে রূপসী কিয়ারা সবুজের সাজে সেজেছেন গরমের দাবদাহের মধ্যে। সবুজ কো-অর্ডে নিজেকে সাজিয়েছেন এই বলিউড সুন্দরী।