বাংলা নিউজ >
দেখতেই হবে >
ইন্ডি জোটের মুখ হিসাবে মমতাকে চায় কোন কোন দল? মুখ খুললেন লালু থেকে সঞ্জয়রা
Updated: 10 Dec 2024, 09:00 PM IST
Laxmishree Banerjee
ইন্ডি জোটের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে সুযোগ দেওয়া হলে তিনি জোটের দায়িত্ব নিতে চান। এবার সিএম মমতাকে ভারত ব্লকের নেতা হিসাবে দেখতে চান টিএমসির লোকসভা সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ও। নিজের দলের সুপ্রিমকে সমর্থন করে বলেছেন যে কেউ অস্বীকার করতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ দেশের সবচেয়ে সক্ষম নেতা। বলেন, 'আমরা আগেই বলেছিলাম যে কংগ্রেসের বোঝা উচিত যে ভারত ব্লক তার নেতৃত্বে ব্যর্থ হয়েছে। মমতা দিদিকে (ভারত ব্লকের) নেতৃত্ব দেওয়া হলে ভালো হবে। সব নেতার মধ্যে রাজনৈতিক লড়াইয়ের কথা উঠলেই শীর্ষে রয়েছে মমতা দিদির নাম।' এদিকে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের নেতৃত্বের পক্ষে সমর্থন জানিয়ে রাজনৈতিক ঝড় তুলেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) সাংসদ মহুয়া মাঝি একটি সতর্ক অবস্থান বজায় রেখেছেন। তিনি বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। প্রতিটি দলের নিজস্ব মতামত আছে। বৈঠক হলে এবং সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা আমাদের দলের কাছে গ্রহণযোগ্য হবে।’